আপনজন ডেস্ক: আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আবার ফিরলেনও আচমকাই। শ্রীলঙ্কান লেগ স্পিনার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন গত বছরের আগস্টে। সেই ঘটনার মাত্র সাত মাসের মাথায় সিদ্ধান্ত পাল্টে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলে ফিরেছেন হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২৬ বছর বয়সী হাসারাঙ্গা শ্রীলঙ্কার সাদা বলের নিয়মিত মুখ। টি-টোয়েন্টি দলের অধিনায়কও। তবে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন মাত্র চারটি। ব্যাট হাতে ২৮ গড়ে তাঁর রান ১৯৬। উইকেট নিয়েছেন ৪টি। এই সংস্করণে হাসারাঙ্গা শেষবার মাঠে নেমেছিলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষেই। সিলেট ও চট্টগ্রামে দুই টেস্টের জন্য শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে স্কোয়াড সাজিয়েছে শ্রীলঙ্কা।হাসারাঙ্গার পাশাপাশি আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার প্রবাথ জয়সুরিয়া ও রমেশ মেন্ডিস। নিশান পেইরিস ও কামিন্দু মেন্ডিস রয়েছেন স্পিন অলরাউন্ডার হিসেবে। টেস্ট দলের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও অফ স্পিনটা ভালোই করেন।টেস্ট দলে অন্তর্ভুক্ত হওয়ায় আইপিএলের শুরুতে হাসারাঙ্গাকে পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট যদি পাঁচ দিনে গড়ায় সেক্ষেত্রে এই লেগ স্পিন অলরাউন্ডারকে প্রথম তিন ম্যাচে পাবে না দলটি।আগামী ৫ এপ্রিল দলটির চতুর্থ ম্যাচেও তাঁকে পাওয়া কঠিন হতে পারে। আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কার টেস্ট দল:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct