আপনজন ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে গুজরাত বিজেপি জোর দাক্কা খেল। বিজেপি বিধায়ক কেতন ইনামদার মঙ্গলবার রাজ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, ‘আত্মসম্মান’ এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। কেতন ইনামদার ভাদোদরা জেলার সাভলি কেন্দ্র থেকে তিনবারের বিধায়ক। কেতন ইনামদার আরও বলেন, তার পদক্ষেপ কোনও চাপের কৌশলের অংশ নয়। বিধানসভার স্পিকার শঙ্কর চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিবেকের তাড়নাই পদত্যাগের তার কারণ। এর আগেও তিনি ২০২০ সালের জানুয়ারিতে বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিধানসভার তৎকালীন স্পিকার তা গ্রহণ করেননি। মঙ্গলবার পদত্যাগের পর ইনামদার সাংবাদিকদের বলেন, এটা কোনো চাপের কৌশল ছিল না। বিজেপি নেতা বলেন, দীর্ঘদিন ধরে আমি অনুভব করেছি যে দল তরুণ ও বয়স্ক কর্মীদের যত্ন নিচ্ছে না। এ বিষয়ে দলীয় নেতৃত্বকে জানিয়েছি। যেমন আমি ২০২০ সালে বলেছিলাম, আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। তার দাবি, এই কণ্ঠ একা কেতন ইনামদারের নয়, দলের প্রতিটি কর্মীর। ২০২০ সালে পদত্যাগ করার পরে, ইনামদার দাবি করেছিলেন যে শীর্ষ সরকারি কর্মকর্তা এবং মন্ত্রীরা তাকে এবং তার নির্বাচনী এলাকাকে উপেক্ষা করছেন এবং অনেক বিজেপি বিধায়ক তার মতো হতাশ বোধ করছেন। কেতন ইনামদার ২০১২ সালের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রথম জয়লাভ করেন। তিনি পরে বিজেপিতে যোগ দেন এবং ২০১৭ ও ২০২২ সালেও বিধায়ক হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct