আপনজন ডেস্ক: গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধির বিরুদ্ধে জিতে আমেথির উন্নয়নের পথিকৃত হিসেবে নিজেকে জাহির করেছিলেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি। সেই স্মৃতি ইরানির খাসতালুক আমেথিতে লোকসভা নির্বাচনের আগে পোস্টার পড়ল, রাস্তা না হলে ভোট নয়। আমেথির গৌরীগঞ্জ তহসিলের গ্রামবাসীরা তাদের গ্রামের বাইরে “নো রোড, নো ভোট” লেখা একটি ব্যানার লাগিয়েছেন, যা তাদের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। সোমবার জামো ব্লকের সারমেনি গ্রামে পুরে আলপি তিওয়ারি জনপদের বাইরে একটি ব্যানার নিয়ে স্থানীয় বাসিন্দারা স্লোগান দিতে থাকেন। ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লোকসভা আসনটি দখল করার আগে পর্যন্ত নেহরু-গান্ধি পরিবার ভিভিআইপি কেন্দ্র হিসাবে বিবেচিত আমেথিতে প্রতিনিধিত্ব করেছিল। গৌরীগঞ্জের এসডিএম দিগ্বিজয় সিং মঙ্গলবার বলেছেন, গ্রামবাসীদের বিক্ষোভের তথ্য পাওয়া গেছে এবং আরও তদন্তের পরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এই জনপদের এক বাসিন্দা ওমপ্রকাশ ওঝা সাংবাদিকদের বলেন, গ্রাম সংলগ্ন এলাকার সঙ্গে সংযোগকারী সাতটি ছোট রাস্তা থাকলেও সবকটিই কাঁচা। গ্রামে ঢোকার অভাবে আমাদের ছেলে মেয়েদের বিয়ে অন্যত্র করতে হয়। বৃষ্টির সময় এখানে বাইকও চলাচল করতে পারে না। এমনকী নিকাশি ব্যবস্থা নেই। তিনি বলেন, পানীয় জলের কোনও সুষ্ঠু ব্যবস্থা নেই। আরেক স্থানীয় রাম অভিলাষ বলেন, আমরা ক্রমাগত অভিযোগ জাানলেও সুরাহা হয়নি। তাই সবাই মনস্থির করেছি যে যতক্ষণ না পাকা রাস্তা হচ্ছে ততক্ষণ আমরা আসন্ন লোকসভা নির্বাচন বয়কট করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct