সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে অনেকদিন আগে। বিয়ের পরে চলতে থাকে প্রেম-কাহিনী! অবৈধ সম্পর্কের মাশুল গুনতে হলো যুবককে।মুর্শিদাবাদের রানীনগর থানার বিল-চাতরা এলাকার বাসিন্দা শামসুজ্জামান এক কন্যা সন্তানের পিতা। তা সত্ত্বেও পাড়ার এক গৃহবধুর সঙ্গে ২ বছর আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। স্বামী পরিযায়ী শ্রমিক হওয়ায় নার্গিস বিবি দুই সন্তান নিয়ে বাবার বাড়ি রানিতলা থানার বেগুনডিহি এলাকায় থাকতেন। সেখানেই শামসুজ্জামান বারংবার যাওয়া-আসা করতে থাকে। গত ৮ই মার্চ বোনের বাড়ি যাওয়ার নাম করে প্রেমিকার বাড়ি বেগুনডিহি পৌঁছায়। পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ১০ই মার্চ রানীনগর থানায় শামসুজ্জামান এর পরিবার অভিযোগ দায়ের করে। অন্যদিকে তিনদিন থেকে প্রেমিকার বাড়ি শুনশান নিস্তব্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ দানা বাঁধে। স্থানীয়রা লক্ষ্য করেন, যে শৌচালয়ের পাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সরু গলিপথ ছিল, কয়েকদিনে তা জঞ্জাল আর নোংরা আবর্জনায় ভরে উঠেছে। দুর্গন্ধে সন্দেহ জোরালো হওয়ায় সোমবার রানিতলা থানার পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ শৌচালয়ের চেম্বার থেকে কাঁথায় জড়ানো একটি মৃতদেহ উদ্ধার করে।মৃতের বাবা বদিউজ্জামান ছেলের দেহ শনাক্ত করেন। তিনি বলেন, ‘ওদের সম্পর্কের কথা আমরা জানতাম, ছেলেকে বুঝিয়ে বলেছিলাম। ও কথা দিয়েছিল সব ভুলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ওকে খুন করা হলো।’ বেগুনডিহির স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘কয়েক মাস থেকে ছেলেটি এখানে যাওয়া-আসা করতো। দিন কয়েক আগে ওদের বিয়েও হয়েছিল।’প্রেমিকার বাড়ির শৌচালয়ের চেম্বার থেকে যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে সোমবার রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বেগুনডিহি এলাকায়।পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct