নারদ কাণ্ডে নতুন মোড় নিতে চলেছে ম্যাথু স্যামুয়েলের নতুন বয়ানে। এর ফলে যে সব তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন তারা কতটা অভিযোগের টির থেকে মুক্তি পাবেন তা বলা মুশকিল। কারণ, ম্যাথু স্যামুয়েল দাবি করেছেন তাঁর কাছ থেকে সরাসরি টাকা নিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। যদিও তিনি মুকুল রায়কে নিয়ে তেমন দাবি রাখেননি, কারণ মুকুল রায় নাকি তাঁর হাত থেকে সরাসরি টাকা নেননি।
ম্যাথু স্যামুয়েল সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেছেন, মুকুল রায় আমার কাছ থেকে টাকা নেননি। কিন্তু মুকুলের নির্দেশেই তিনি মির্জাকে টাকা দিয়েছেন। ওই সময় দুজনের মোবাইল কাছাকাছি রাখা ছিল। আর মুকুল রায়ের ঘরের কাছেই ছিলেন পুলিশ অফিসার এসএমএইচ মির্জা। তারা যেখানে ছিলেন ম্যাথু স্যামুয়েলের বয়ান অনুযায়ী সিবিআই সেই বাড়ির ছবি ইতিমধ্যে তুলেছে। এ নিয়ে ম্যাথু স্যামুয়েল দাবি করেছেন, তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন। তাই তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। এর ফলে নারদ কাণ্ড নতুন মোড় নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct