সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা জুড়ে রুট মার্চ করল পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এই পদক্ষেপের মাধ্যমে অপ্রীতিকর ঘটনা রোধ করা এবং সাধারণ ভোটারদের আস্থা বৃদ্ধি করাই লক্ষ্য।ধূপগুড়ি মহকুমার বিভিন্ন প্রান্তে ও ধূপগুড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ও বাজার এলাকায় রুট মার্চ পরিচালিত হয়। ধূপগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে যৌথ বাহিনী এই রুট মার্চে অংশগ্রহণ করে। পুলিশ আধিকারিকরা বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং ভোট প্রক্রিয়ায় তাদের কোন অভিযোগ আছে কিনা জানতে চান। এই পদক্ষেপের মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct