নিজম্ব প্রতিবেদক, মালদা, আপনজন: সোমবার কালিয়াচক চষে বেড়ালেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। বিকেলে তৃণমূলের ইফতার পার্টিতেও যোগদান করে প্রচার সারলেন। ঘরের মাটিতে তাঁকে কাছে পেয়ে আপ্লুত কর্মীরা। রেকর্ড ভোটে তিনি জিতছেন বলে আশ্বস্ত করেছেন কর্মীরা। এখন শুধু সময়ের অপেক্ষা। সোমবার বিকেলে কালিয়াচক হাই স্কুল মাঠে ইফতার পার্টির আয়োজন করে তৃণমূল। তার আগে একটি সভাও হয়ে যায়। হাজির ছিলেন তৃণমূল প্রার্থী-সহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি, তৃণমূল জেলা যুব সভাপতি বিশ্বজিত মন্ডল, কালিয়াচকের ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আশরাফুল বিশ্বাস প্রমুখ। এদিন প্রার্থীকে ইফতার পার্টিতে কাছে পেয়ে আপ্লুত কর্মী, সমর্থকেরা। তৃণমূল প্রার্থী শাহনওয়াজ বলেন, ‘আমি এই কালিয়াচকের মাটিতে মানুষ। এখানকার মাঠে ক্রিকেট খেলে বড় হয়েছি। এখানকার মানুষই বলবেন, আমি ভূমিপুত্র না বহিরাগত। আমি কিন্তু জমিদার নই। সাংসদ হলে আমাদের মানুষ সব সময় কাছে পাবেন। অন্য সাংসদদের মতো নই আমি। ভোর ৫টার সময় মানুষ বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াব।’ তিনি আরও জানান, ‘ গ্রামে গ্রামে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ চাইছে তাদের কথা, অভাব অভিযোগ দিল্লির কাছে পৌঁছে যাতে দিই। বর্তমান সংসদ শুধু দাদা গনিখানের নাম নিয়ে বৈতরণী পার করছে। আর তা হবে না। কালিয়াচকে এখনও একটি আন্ডারপাস হল না। কিন্তু তা ২ মিনিটেই হয়ে যাওয়ার কথা। আমি সংসদে গেলে জিরো আওয়ারে তুলে ধরতে চাই, দেখি কী করে না হয়ে থাকে!’ তৃণমূল জেলা সভাপতি এদিন জানান, ‘আমরা তৃণমূল জেলা কমিটি তৃণমূল সুপ্রিমোর কাছে আবেদন করেছিলাম, যে এমন একজন প্রার্থী আমরা চাই, যিনি চোখে চোখ রেখে দক্ষিণ মালদার সমস্যার কথা তুলে ধরবেন। তিনি যোগ্য লোককে আমাদের প্রার্থী করে পাঠিয়েন। গোটা রাজ্যে অন্যতম সাংসদ হয়ে দিল্লির বুকে যাবেন আমাদের এই প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct