আপনজন ডেস্ক: গত মৌসুমে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে ম্যানচেস্টার সিটির হাতে শিরোপা তুলে দিয়েছিল আর্সেনাল। এবারও বেশির ভাগ সময় ইংলিশ লিগে এক ও দুই নম্বরে ছিল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে শেষ সপ্তাহান্তে বদলে গেছে চিত্রপট। দুই জায়ান্টকে টপকে শীর্ষে উঠে বসেছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও দুইয়ে লিভারপুল।এক পয়েন্টের ব্যবধানে তিনে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এখনো ট্রেবল জয়ের সুযোগ আছে। এফএ কাপে সেমিফাইনালে আগামী মাসে তাদের প্রতিপক্ষ চেলসি, আর চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।তার আগে ৩১ মার্চ লিগে শীর্ষে থাকার আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। শিরোপা লড়াইয়ে এই ম্যাচের ফল অনেক প্রভাব রাখতে পারে। হারলেই পিছিয়ে পড়তে হবে। যেকারণে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন পেপ গার্দিওলা,‘একটা একটা করে ধাপ এগোতে হবে।আর্সেনালের সঙ্গে আমাদের ফাইনাল আছে। আমি এখনই ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতে চাই না।’প্রায় দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল। গার্দিওলার আশা, তাঁর খেলোয়াড়রা সুস্থ হয়েই ফিরবে ক্লাবে,‘আন্তর্জাতিক ম্যাচ আমি দেখব না। আমি বিশ্রামে থাকব এবং যখন তাঁরা ফিরবে দেখব কে কোন অবস্থায় আছে।আর্সেনালের ম্যাচের আগে আমরা তিনদিন সময় পাব প্রস্তুত হতে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct