জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: ২০২৪শে লোকসভা ভোট যুদ্ধে জোর প্রচার বারুইপুরে। সকাল থেকেই আকাশের মুখ ভার , ঝিরঝিরি বৃষ্টি সেই বৃষ্টিকে উপেক্ষা করে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থীর সায়নী ঘোষ বারুইপুর পূর্বে ফুলতলা, রামনগর, উত্তরভাগ, বেলগাছি প্রচার নেমেছেন।যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বৃষ্টিকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে উত্তরভাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃষ্টিতে ভিজে ভিজে প্রচার সারলেন। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী ও রামনগর দু’নম্বর অঞ্চলের প্রধান । তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বলেন বৃষ্টি তৃণমূলের কাছে কিছু নাই রোদ জল বৃষ্টির মধ্যেও তৃণমূল কর্মী সমর্থকরা মানুষের কাছে প্রচার করেন। আজ বলে নয় সব সময় মানুষের পাশে থেকেছে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে প্রচার সারবেন।সায়নী ঘোষ বলেন, শীত,গ্রীষ্ম, বর্ষা, মমতা ব্যানার্জি ই ভরসা। আমরা মমতা ব্যানার্জির দল করি বৃষ্টি আমাদের কিছু করতে পারেনা।আজ সারাদিন বৃষ্টি হলে সারাদিন আমরাও এই ভাবে প্রচার করবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct