সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নথিপত্রবিহীন দোকানে রমরমিয়ে চলছিল চোরাই টিএমটি বারের কারবার, দোকানে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করল নির্দিষ্ট সংস্থার আধিকারিকরা। সংস্থার কারখানা থেকে নির্দিষ্ট স্টক পয়েন্টে যাওয়ার পথে গায়েব হয়ে যাচ্ছিল টন টন টিএমটি বার। ঘটনার তদন্তে নেমে বাঁকুড়ার মল্লেশ্বর পল্লী এলাকার একটি দোকানে হানা দিল টিএমটি বার প্রস্তুতকারী একটি সংস্থার আধিকারিকরা। দোকানদার তাঁর দোকানে মজুত টিএমটি বারের কোনো বৈধ নথি দেখাতে না পারায় খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার তদন্ত শুরু করে। অভিযোগ, একটি নামি কোম্পানির টিএমটি বার যাওয়ার পথে নামিয়ে দেওয়া হচ্ছিল। রাস্তাতেই নামিয়ে দেওয়া সেই চোরাই টিএমটি বার চলে আসছে বাঁকুড়ার মল্লেশ্বর পল্লীর একটি দোকানে। সেখান থেকেই অত্যন্ত কমদামে বিক্রি হয়ে যাচ্ছিল টনটন টিএমটি বার। ফলে একদিকে যেমন লক্ষ লক্ষ টাকা জিএসটি লোকসান হচ্ছিল তেমনই নির্দিষ্ট ওই সংস্থার বদনাম হচ্ছিল। ঘটনার তদন্তে নেমে মল্লেশ্বর পল্লীর ওই দোকানের খোঁজ পেতেই আজ সেখানে হানা দেয় টিএমটি বার প্রস্তুতকারী সংস্থার আধিকারিকরা। সংস্থার তরফে জানানো হয়েছে চোরাই টিএমটি বারের ওই ব্যাবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাতেনাতে ধরা পড়ে যাওয়া দোকানদারের দাবী চোরাই টিএমটি বার নয়, তিনি বড় একটি দোকান থেকে কম কম করে টিএমটি বার কিনে এনে তা সরবরাহ করে থাকেন। বড় দোকানদার তাঁকে জিএসটি বিল না দেওয়াতেই তিনি এদিন তা দেখাতে পারেননি সংস্থার আধিকারিকদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct