আপনজন ডেস্ক: আর্জেন্টিনার ফুটবলে সেরা দ্বৈরথের একটি এস্তুদিয়ান্তেস ও বোকা জুনিয়রের ম্যাচ। আর্জেন্টিনার ঘরোয়া কাপের ম্যাচে কাল সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল। কিন্তু ম্যাচটি শেষ হতে পারেনি। ২৬ মিনিট খেলা হওয়ার পর স্থগিত করা হয় ম্যাচ।এস্তুদিয়ান্তেস ও বোকার ম্যাচটি রেফারি স্থগিত করেছেন মাঠে একজন খেলোয়াড়ের অসুস্থতার কারণে। ম্যাচের যখন ২৬ মিনিট, মাঠে হঠাৎ করেই পড়ে যান এস্তুদিয়ান্তেসের চিলিয়ান মিডফিল্ডার হাভিয়ের আলতামিরানো। মাঠে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই খুব বাজেভাবে খিঁচুনি শুরু হয় তাঁর।আলতামিরানোর অবস্থা দেখে দ্রুতই তাঁর কাছে ছুটে যান দুই দলের খেলোয়াড়েরাই। তাঁকে সুস্থ করে তুলতে প্রাথমিক সেবা দেওয়া শুরু করেন কেউ কেউ। এ সময় মাঠে ঢোকেন দুই দলের চিকিৎসকেরা। তাঁরা বুঝতে পারেন, মাঠে চিকিৎসা দিয়ে আলতামিরানোকে সুস্থ করে তোলা সম্ভব নয়।দুই দলের চিকিৎসকই একমত হন, আলতামিরানোকে হাসপাতালে নিতে হবে। সঙ্গে সঙ্গেই ডাকা হয় অ্যাম্বুলেন্স, হাসপাতালে পাঠানো হয় তাঁকে। এ সময় দুই দলের খেলোয়াড়েরাই মাঠ ছেড়ে লকার রুমে চলে চান। পরে দুই দলের অধিনায়ক আর কোচের সঙ্গে কথা বলে রেফারি ম্যাচ স্থগিত করে দেন। এর আগেই অবশ্য খবর আসে, আলতামিরানো সুস্থ আছেন এবং বিপদমুক্ত। খবরটি মাঠে ঘোষণাও করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct