নাজিমুল হক. কলকাতা, আপনজন: উত্তর ২৪ পরগনার হাতিয়াড়া হাই মাদ্রাসা, হাতিয়াড়া জামে মসজিদ সহ অবিভক্ত দুই ২৪ পরগনার কমপক্ষে গোটা পঁচিশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেম এ-দ্বীন আলহাজ্ব এজাহারুল হক সাহেবের স্মরণ রবিবার উত্তর ২৪ পরগনার হাতিয়াড়ার হক-মঞ্জিলে এক ইফতার মজলিশের আয়োজন করা হয়। এই মজলিশে উপস্থিত হন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্বগণ। তাঁদের সঙ্গে ছিলেন শিশু ও কিশোরেরাও। সুললিত কন্ঠে কেরাত, হামদ, হাদিসের বাণী ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ। ইফতারের পর এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে সমাজ জীবনে আল্লামা এজাহারুল হক সাহেবের উজ্জ্বল ভাবমূর্তির কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক। এজাহারুল হক সাহেবের সহধর্মিনী ও তাঁদের দুই গুণী পুত্র নুরুল হক এবং জহুরুল হকের সরল সাদাসিধে জীবন ও মননের কথা বিস্তারিত ভাবে বলেন বর্ষিয়ান শিক্ষক নজরুল ইসলাম খান, বিশিষ্ট চিকিৎসক মইনুদ্দিন চিশতী, মাওলানা শাহজাহান আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ আলী প্রমূখ। শিক্ষার বিস্তার এবং সঠিক দ্বীনের পথে চললেই পাওয়া যাবে প্রকৃত মুক্তির সন্ধান, এই আদর্শ প্রচারে সারা জীবন অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছিলেন এই সমস্ত পথপ্রদর্শকেরা। তাঁদের সঙ্গে ধর্মমত নির্বিশেষে অগণিত মানুষের অকুন্ঠ সমর্থন ছিল বলে এদিন দ্ব্যর্থহীন ভাষায় বলেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক। আজও এঁরা আমাদের আলোকবর্তিকা হয়ে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন, জোরের সঙ্গে বলেন এদিনের ইফতার মজলিশের সঞ্চালিকা নাফিসা ইসমাত। ইফতার মজলিশকে কেন্দ্র করে এই ধরনের গঠনমূলক পারিবারিক আয়োজনে খুবই সন্তোষ প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, পান্থ মল্লিক, মোমেনা চিশতী, মনির উদ্দিন আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct