আপনজন ডেস্ক: রাশিয়ার সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে টানা পঞ্চমবার ক্ষমতায় থাকছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনে তিনি বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।এক সংবাদ সম্মেলনে ভোটের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীনের প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।’তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তর প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী অংশীদার।’লিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রেসিডেন্ট শি চিন পিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনার অধীনে চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে যেতে থাকবে।’ লিন আরো বলেন, ‘দুই রাষ্ট্রপ্রধান ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে, ব্যাপক কৌশলগত সমন্বয়কে আরো গভীর করতে এবং নতুন যুগে চীন-রাশিয়া সম্পর্কের ক্রমাগত উন্নয়নের জন্য দুই দেশকে নেতৃত্ব দেবেন।’ রোববার প্রাথমিক ফলাফলের তথ্যে দেখা যায়, পুতিন প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।এর আগে টানা তিনদিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। নির্বাচনে রেকর্ড ব্যবধানে পুতিন নিরঙ্কুশ বিজয় পেয়েছেন, যেখানে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হননি। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে এটি রেকর্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct