বাইজিদ মণ্ডল, উস্তি, আপনজন: জাতীয় স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে বিদেশে পারি দিয়েছিলেন প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের কিছু ক্যারাটে পাগল ছেলে। তাদের মধ্যে নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, নেপালে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৌফিক ইসলাম সিপাই এবং এস এম অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল নিয়ে বাড়ি ফিরে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলায় উস্থি থানার অন্তর্গত অত্যন্ত দরিদ্র পরিবারের ঘোলা নোয়াপারা ও কারবালার বাসিন্দা। সেখানে সিনিয়র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারত সহ সাতটি দেশ। বিজয়ীরা দুই জন বাড়ি ফিরতে তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নিয়ে ছিলেন তাদের পরিবারের লোকজন ও ক্যারাটে খেলার সঙ্গীরা। পাশাপাশি এদিন ইউনাইটেড শতকান ক্যারাটে এসোসিয়েশন অফ ওয়েষ্ট বেঙ্গল এবং ওয়েষ্ট বেঙ্গলের শাখা জুগদীয়া স্মার্ট ক্যারাটে একাডেমির পক্ষ থেকে তাদের দুজনকে পুষ্পক, ম্যানন ও মিষ্টি মুখ ছাড়াওকিছু উপহার সামগ্রী তুলে দিলেন ইউনাইটেড শতকান ক্যারাটে এসোসিয়েশন বেঙ্গলের প্রেসিডেন্ট সিয়ান আর এ সরদার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct