নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: দমকল আসতে দেরি!পুড়ে ছাই পাট বোঝাই ট্রাক। ঢিল ছোড়া দূরত্বে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে না আসায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা মার্কেটে।দমকল কর্মীদের অভিযোগ ওই সময় তারা অন্যত্র আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন তাই সঠিক সময়ে পৌঁছাতে পারেনি।যদিও কিছুক্ষণ পরে তুলসীহাটা থেকে দুটি ও চাঁচল থেকে একটি দমকল ইঞ্জিন ছুটে আসে।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশচন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার ও বিশাল পুলিস বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়,এদিন তুলসীহাটা মার্কেটের জেসিআই গোডাউন থেকে ১০৫ কুইন্টাল পাট বোঝাই করে একটি ট্রাক কলকাতায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল ।গোডাউনের পাশে ঝুলে থাকা হাই টেনশন তারে ছুয়ে যায় ট্রাক বোঝাই পাট।দ্রুত সেই আগুন গ্ৰাস করে নেয় পাট বোঝাই ট্রাকটিকে। দাউ দাউ করে জ্বলতে থাকে পাট। ১০০ মিটার দূরে থাকা দমকল অফিসে জানানো হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হলে দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।স্থানীয় বাসিন্দা ধীরজ কুমার সিং জানান, দমকল পাশে থেকেও দেরি করে এসেছে, তাই এত বড় ক্ষতি হয়ে গেল। আমরা বারবার অফিসে গিয়ে দমকল কে আসতে বলেছি কিন্তু যারা ছিল তারা বলে আমরা আগুন নেভাতে পারব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct