আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলায় দুটি লোকসভা কেন্দ্র। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা বিজেপির বিধায়ক মুকুটমনি অধিকারী। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র প্রচার করছেন জোরকদমে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ৭ টি বিধানসভার প্রত্যেক অঞ্চল বুথ ভিত্তিক কর্মীদের সঙ্গে বৈঠক করছে।রাজ্য সরকারের উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে হবে। লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, সাইকেল খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী ,যুবশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচার করতে হবে। মানুষকে জানাতে হবে সিএএ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনারা কাগজপত্র জমা দেবেন না। আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছেন যারা ভারতে বসবাস করছে, তারা প্রত্যেকে নাগরিক। এখনো পর্যন্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবির প্রার্থী দিতে পারেনি। বামপন্থীদের হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে এস এম সাদিক তিনিও বিভিন্ন এলাকায় প্রচার করতে দেখা গেছে। এখনো বিজেপির প্রচারে নামতে দেখা যায়নি। কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে চলছে জোর কদমে নির্বাচনী ভোট প্রচার। একদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে লাগাতার প্রচার করছেন। অন্যদিকে তৃণমূলের শিষ্য নেতৃত্বদের সাথে নিয়ে দিনরাত এক করে জনসংযোগ নির্বাচনী প্রচার ও দফায় দফাই কর্মী বৈঠক করছেন। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী একইভাবে শান্তিপুর, কৃষ্ণগঞ্জ সহ রানাঘাট শহরে ও ব্লক লাগাতার ভোট প্রচারে রয়েছেন। মুকুটমনি অধিকারী ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তার দাবি, এবার নির্বাচনে জগাঅসুরকে বধ করায় একমাত্র লক্ষ্য। যদিও তৃণমূলের এই কটাক্ষকে উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, যারা অসভ্য তাদের মুখ দিয়েই এই ধরনের উচ্চারণ বেরোয়। গতবার লোকসভা নির্বাচনে তিনি যে মার্জিনে জয় যুক্ত হয়েছিলেন ২০২৪ এর লোকসভা নির্বাচনে চার লক্ষ বেশি ফোটে জয় লাভ করবেন। তবে এক প্রকার বলা যেতেই পারে, নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে রাজনীতির ময়দানে চলছে কট্টর লড়াই। রানাঘাট লোকসভা কেন্দ্রে মূলত মতুয়া সম্পদের মানুষজন বসবাস করে সেখানে লাগাতার প্রচার করছেন মুকুটমনি অধিকারী তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন যারা এদেশে বসবাস করছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক সিএ নিয়ে কোন ভয় পাওয়ার কিছু নেই কোন কাগজপত্র জমা দেবেন না। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষকে তুলে ধরতে হবে। মুকুটমণি অধিকারী জানান তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct