মোহাম্মাদ সানাউল্লা, মুরারই, আপনজন: বিয়ের জন্য জোগাড় করে রাখা টাকা,গয়না সহ অন্যান্য আসবাপত্র পুড়ে ছাই। গত বৃস্পতিবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মুরারই ২ নম্বর ব্লকের কুলোড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বশির সেখের বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। পরে আগুনের সেই তীব্র দাপটে নিমেষেই প্রতিবেশী আরও চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সর্ব মোট পাঁচটি বাড়িতে আগুন লেগে ভষ্মিত হয় বাড়ির আসবাবপত্র। আগুনে অল্প বিস্তর আহত হন পরিবারের কয়েক জন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গ্রামবাসীদের আপ্রাণ চেষ্টা চালানোর সঙ্গে সঙ্গে রামপুরহাট দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছালেও ততক্ষণে সব পুড়ে আগুনের পিণ্ড জ্বলজ্বল করছে। ইতিমধ্যে নিঃস্ব সেই পরিবারগুলি কেমন আছেন। কি অবস্থায় আছেন। সে নিঃস্ব পরিবারগুলির সঙ্গে মানবিক সাক্ষাতের জন্য কলোড়া গ্রামে পৌঁছান কয়থা গ্রামের তথা ম্যাক্স ৭ হাসপাতালের চিকিৎসক ও সমাজসেবী আব্দুল করিম। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ কথা বলে শারীরিক মানসিক অবস্থার খোঁজ-খবর নিলেন। একই সঙ্গে পরিবারগুলির অসহায়তার কথা বিবেচনা করে তাদের হাতে কয়েক দিনের খাদ্য সামগ্রী, বস্ত্র, আপৎকালীন বাসস্থানের জন্য ত্রিপল সহ বেশ কিছু টাকা তুলে দিয়ে জীবন যাপনে স্বাভাবিক ছন্দে ফিরে আনার জন্য উৎসাহিত করেন চিকিৎসক আব্দুল করিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct