আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বিজেপির তপশিলি মোর্চার মন্ডল সভাপতি মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বোলপুরে। রবিবার রাত্রে শান্তিনিকেতন থানার মহিষাঢাল প্রান্তিক আমোদপুর রাস্তার উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপি নেতা তন্ময় দাসের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তন্ময় দাস শান্তিনিকেতন থানার আলবাঁধা সর্পলহনার রতনপুর গ্রামের বাসিন্দা। নানুর ৫ নম্বর মন্ডলের তপশিলি মোর্চার সভাপতি। বিজেপির অভিযোগ, রবিবার রাত্রে মিটিং সেরে কীর্ণাহার থেকে বাড়ি ফেরার পথে উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। যদি ষড়যন্ত্র করে খুন করার ঘটনা ঘটে, তার শাস্তি দাবী করছি। ইতিমধ্যেই বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতা ও বিজেপি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া দাস বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছায়। পুরো ঘটনায় তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct