আপনজন ডেস্ক: অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ বরাবরই প্রতিপক্ষের জন্য কঠিন। সেই মাঠে গিয়েই গোল উৎসব করল বার্সেলোনা। ৩-০ গোলে জিতে সেই সঙ্গে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল কাতালানরা।চলতি মৌসুমে এই প্রথম লিগ ম্যাচে ঘরের মাঠে হারল অ্যাতলেতিকো।আগের ১৪ ম্যাচে ১৩টি জিতেছিল, ড্র করেছিল একটিতে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা।ওয়ান্দা মেট্রোপলিটনে শুরুতে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বার্সেলোনা। তবে সময় বাড়ার সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে আসে জাভি এর্নান্দেসের দল।৩৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোল এগিয়ে দেয় বার্সেলোনাকে। মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত লেভানদোস্কি। আর ৬৫ মিনিটে ব্যবধান ৩-০ হয় ফারমিন লোপেজ জালের দেখা পেলে।২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো পিছিয়ে আট পয়েন্টে। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭২। আর তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬২।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct