মতিয়ার রহমান, কলকাতা, আপনজন: দার্জিলিং জেলার বোটানিক্যাল গার্ডেন রোডে মসজিদ কম্পাউন্ড এলাকায় ১৭৮৬ সালে স্থাপিত হয় মসজিদ। এরপর ওই ওয়াকফ সম্পত্তির মসজিদ সংলগ্ন জায়গায় ১৯০৯ সালে স্থাপিত হয় আনজুমান ইসলামিয়া জুনিয়র হাই মাদ্রাসা। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে ওই জায়গায় মার্কেট কমপ্লেক্স। দীর্ঘ সময় ধরে ওই ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে ওঠা মসজিদ মাদ্রাসা এবং মার্কেট কমপ্লেক্স নিয়ে উদ্ভূত হয়েছে নানাবিধ সমস্যা। সেই সমস্যা দূরীকরণে সচেষ্ট হয়েছেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। তবে বর্তমানে যে সমস্যা সবচেয়ে বেশি করে ঘনীভূত হয়েছে যে কমিটি মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা এবং ওই ওয়াকাফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ করে থাকে। সোমবার এ সব বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডে দার্জিলিং থেকে আগত প্রতিনিধিদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে এক ইতিবাচক আলোচনা হয়। তাতে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি, রাজ্যসভার সাংসদ তথা ওয়াকফ বোর্ডের সদস্য নাদিমুল হক, ওয়াকফ বোর্ডের সদস্য ক্বারী ফজলুর রহমান, আফাকুজজামান খান, সিও এহসান আলম এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দীন প্রমুখ। সাংসদ নাদিমুল হক, চেয়ারম্যান আব্দুল গনি এবং অন্যান্য সদস্যদের সিদ্ধান্তক্রমে ছয় মাসের জন্য একুশ জনকে নিয়ে একটি অস্থায়ী কমিটি গঠন করে দিয়ে আপাতত উদ্ভূত পরিস্থিতির সমাধান হয়। তবে আলোচনায় এও সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড নিজ উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়টির সরজমিনে তদন্ত করবেন। দার্জিলিং জেলার মসজিদ কমপাউন্ড এলাকায় ওয়াকফ সম্পত্তির উপর গড়ে ওঠা মসজিদ ও মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী ও আগত প্রতিনিধিরা ওয়াকফ বোর্ডের যাবতীয় সিদ্ধান্তকে কূনীশ জানিয়েছেন। শেষে ক্বারী ফজলুর রহমান দোয়ার করে আল্লাহর সম্পত্তি রক্ষাকারীদের মঙ্গল কামনা করার মধ্য দিয়ে আলোচনা সমাপ্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct