সুব্রত রায়, কলকাতা, আপনজন: গার্ডেনরিচের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হল কলকাতা পুলিশের তরফ থেকে। গ্রেফতার প্রোমোটার মহম্মদ ওয়াসিম। যে যে ধারা গুলো দিয়ে গ্রেফতার করা হয়েছে , সেই ধারা গুলি হল ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭ (খুনের চেষ্ট), (অনিচ্ছাকৃত খুন), ২৮৮, ৪২৭, ৩৪। তদন্তে পুলিশ জানতে পারে,ডিসেম্বর ২০২২ থেকে কনস্ট্রাকশনটা শুরু হয় সেখানে। ১৫ মাসেই পাঁচতলা তৈরি হয় রাতারাতি। এই প্রশ্ন যখন সামনে আসছে তখন পুলিশ সূত্রের খবর, মাঝখানে বিল্ডিং এর কাজ বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, এই বিল্ডিং নিয়ে বেশকিছু অভিযোগ সামনে এসেছিল, অভিযোগ ছিল পুকুর বুজিয়ে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে। তাই কাজ বন্ধ হয়ে যায়।নিচে থেকে দেওয়াল না গেঁথে ছাদের ওপর থেকে তৈরি হচ্ছিল দেওয়াল। তাই দেওয়াল বেঁকে গিয়ে ভেঙে যায় পাঁচতলা বিল্ডিংটি। জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া মহম্মদ ওয়াসিম পুলিশকে এটাই দাবি করেছেন। গ্রেফতার প্রোমোটার মহম্মদ ওয়াসিম আরও জানিয়েছে পুলিশকে, তাঁর একটি পার্টনার নাম সেরু সে সেই সময় ওই জায়গাতে উপস্থিত ছিল। ঘটনার পর থেকে সেও নিখোঁজ। পুলিশ তদন্ত করে দেখছেন, ভাঙা কংক্রিট সরিয়ে দেখছেন তাকে পাওয়া যায় কিনা। অন্যদিকে, বিল্ডিং-এ বেশ কয়েকজন কর্মরত শ্রমিক মারা গেছেন। লালবাজার সূত্রের খবর, পাঁচতলা বিল্ডিংয়ে ১৬ টি ঘর হচ্ছিল। প্রতিটি স্কোয়ার ফুটে বিক্রির দর ছিল ১৬০০ টাকা করে। প্রতিটি ঘরের আয়তন ৫০০ স্কোয়ার ফিট ছিল। প্রতিটি ঘর বিক্রি হয়ে গিয়েছিল।লালবাজার সূত্রের খবর, হোমিসাইড শাখা এই তদন্তভার নিয়েছে। লালবাজার সূত্রের খবর, নাসির আহমেদ জমির মালিককে শনাক্ত করা হয়েছে। ভবিষ্যতে তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে লালবাজারে। সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct