অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই মতো সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে প্রার্থীর হয়ে ভোট প্রচারে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরে অভিষেকের সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিল্পব মিত্র, রায়গঞ্জেল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অম্বরিশ সরকার, রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক গৌতম দাস সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা।এদিনের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত তিন বছরে বাংলাকে জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে সেই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে আনার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তিন বছরে বাংলাকে কত পয়সা দিয়েছ, সেই কাগজ দেখাও।’ গত বিধানসভা নির্বাচনে বিপুল ভাবে পরাজিত হওয়ার পর থেকেই ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার বলে জানান তিনি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিজেপি সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁকে ভোট দিয়ে জেতালেন, তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো। তাঁকে কি ভোট দেবেন?”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct