অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গাছ থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুলাহার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম ফুলফুলি বর্মন(২২)। বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায়। দিন কয়েক আগে তপনে ধুলাহার এলাকায় নিজের বাবার বাড়িতে ঘুরতে এসেছিল সে। এদিন সকালে বাড়ির পাশেই একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা খবর দেন তপন থানায়। তপন থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান মূলত পারিবারিক অশান্তির জন্য গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ফুলফুলি। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তপন থানার পুলিশের তরফে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct