সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ছিল ভ্রাম্যমাণ ডাস্টবিন, হয়ে গেল তরমুজ বহনকারী গাড়ি। আবর্জনা পরিষ্কারের জন্য ব্যাটারি চালিত টোটো গাড়ি ব্যবহার হচ্ছে তরমুজের ব্যবসায়। ঘটনায় শোরগোল ভগবানগোলা-২ব্লকের বালিগ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত ৯ জানুয়ারী বিডিও অফিস থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ভ্রাম্যমান ডাস্টবিন অর্থাৎ আবর্জনা পরিষ্কারের গাড়ি দেওয়া হয়। রবিবার সেই গাড়িতে করে তরমুজের ব্যবসা করতে দেখা গেল এক ব্যক্তিকে। সাংবাদিকরা ওই ব্যবসায়ীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘পঞ্চায়েত থেকে এই গাড়িটি দেওয়া হয়েছে। তাই আমি ব্যবসা করছি।’ এই বিষয়ে প্রশ্ন করলে কথা ঘুরিয়ে বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ বলেন, ‘এখনো পর্যন্ত আবর্জনার সঠিক স্থান ঠিক করা হয়নি, তাই গাড়িগুলো পড়ে নষ্ট হবার আশঙ্কা করা হচ্ছিল। সেই জন্য গাড়িগুলোকে সচল রাখতে ভাড়া দেওয়া হয়েছে।’ সরকারের তহবিল থেকে প্রদান করা ব্যাটারী চালিত ভ্রাম্যমান ডাস্টবিন ব্যক্তিগত ব্যবসায় ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠছে পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনের দিকে। যদিও এখনো পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct