চন্দনা বন্দ্যোপাধ্যায়, বারুইপুর, আপনজন: শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া ছিলো সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপি আইএমের প্রার্থী তরুণ ও লড়াকু যুবক সৃজন ভট্টাচার্য। রবিবার সকাল থেকেই বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ ও পদযাত্রার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের চোখে পড়লেও তেমন ভাবে চোখে পড়েনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন বিষয় নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে রবিবার প্রচারের মাঝে তিনি বলেন, কাগজে লিখ নাম সে নাম ছিঁড়ে যাবে কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম সে নাম রয়ে যাবে। দেয়ালের নাম লিখলে সেই দেওয়ালের লেখা নাম কোন একটা সময় মুছে যাবে আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপিঠ পর্যন্ত একটি জনসংযোগ পদযাত্রা করেন সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। একটা সময় যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি কিন্তু এখন যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। তৃণমূলের শক্ত ঘাঁটিতে মানুষের হৃদয়ে নাম লেখার লক্ষ্যে নেমে পড়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্য এদিন আরো বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সকল দেওয়ালে বিজেপি ও তৃণমূল প্রার্থীদের নাম লেখা হয়েছে ভালো করে লক্ষ্য করবেন সেই সকল দেওয়াল গুলিতে দেখবেন লাল রঙের ব্যবহার করা হয়েছে। কার্যতও লাল রং খেটে খাওয়া মেহনতি মানুষের কথা তুলে ধরে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে আমরা ভোটের প্রচার করতে গিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা শুনছি, তারা বলছে লাল এগিয়ে যাবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোর কদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা।এখানে বিজেপির প্রার্থী ড: অনির্বাণ গাঙ্গুলি, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য ও এস ইউ সি আই প্রার্থী কল্পনা দও নস্কর।চতুর্মুখী লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ৪ জুন।অন্যদিকে রবিবার বারুইপুরে জনসংযোগ কর্মসূচি পালন করলো তৃনমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct