নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: তৃণমূল কংগ্রেস পরিচালিত ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলেরই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল। পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের উপভোক্তাদের আবাস যোজনার টাকা প্রদান করা হলেও গোষ্ঠী কোন্দল এবং প্রতিহিংসা করে শুধুমাত্র ৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু উপভোক্তাদের টাকা আটকে রাখার অভিযোগ করেছেন খোদ কাউন্সিলর। কাউন্সিলরের সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এবং ৮ নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকায়। বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে বিজেপিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর পারভেজ আলম পুতুল। ৮ নম্বর ওয়ার্ডের বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে বাড়ি খোলা অবস্থায় রয়েছে। কেউ ভিত পর্যন্ত কেউ আবার বাড়ির কিছুটা অংশ উঠিয়ে টাকা না পেয়ে বেকায়দায় পড়ে রয়েছেন।কাউন্সিলরের স্পষ্ট দাবি, উপভোক্তরা টাকা পাওয়ার জন্য যে কয়েকজন অফিসারের স্বাক্ষর দরকার সবাই স্বাক্ষর করলেও প্রতিহিংসা করে শুধুমাত্র চেয়ারম্যান স্বাক্ষর না করায় সেই টাকা আটকে রয়েছে। ফলে চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের। প্রতিহিংসার এই রাজনীতি বন্ধ না করলে চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল। পাশাপাশি তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।এদিকে দলেরই কাউন্সিলর পারভেজ আলম পুতুলের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়ে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ইতিমধ্যেই সমস্ত ওয়ার্ডের পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের ২৪ জন উপভোক্তাদের একাউন্টে টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি সোমবারের মধ্যে বাকি আরো ১৫ জন উপভোক্তার একাউন্টে টাকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। চেয়ারম্যানের আরো দাবি, যারা টাকা পাওয়ার কথা তাদের নাম না দিয়ে তার সাঙ্গপাঙ্গদের টাকা দেওয়ার চেষ্টা করছে ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। আমরা সেটা বানচাল করে ন্যায্য প্রাপদের দিয়েছি। এতেই ওই কাউন্সিলরের গাত্রজ্বালা হয়েছে।উল্লেখ করা যেতে পারে, ধুলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল ২০২২ সালে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে পৌরসভার বিরোধী দলনেতা হিসেবে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু মাস ছয়েক আগেই কংগ্রেস ছেড়ে জেলা সভাপতির হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct