নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের তিনটি ঘর।অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মাধাইপুরা গ্রামে।দমকলের একটি ইঞ্জিন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।এই নিয়ে এদিন গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ভাই লুফান্দার বিশ্বাস ও রুমা বিশ্বাস।তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে দুই ভাইয়ের তিনটি শোয়ার ঘর,একটি বাইক,পাঁচটি সাইকেল,একটি ছাগল,আসবাবপত্র,নগদ টাকা,অলঙ্কার এবং বাড়িতে মজুত রাখা শস্য ও জমির দলিল প্রভৃতি।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক বলে অনুমান।স্থানীয় সূত্রে জানা যায়,রুমা বিশ্বাসের ঘরের পাশে বিচালীর গাদা থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে।সর্বপ্রথমে রুমার বাড়িতে আগুন ধরে।এরপরেই চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।একের পর এক ঘরে আগুন লেগে যায়।স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি।তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন।প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী।বর্তমানে পরিবার দুটি সর্বস্ব হারিয়ে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে।ক্ষতিগ্রস্ত রুমা বিশ্বাস বলেন ‘পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচানো সম্ভব হয়নি।তবে আগুনটা কিভাবে ছড়ালো তা কিছুই বলতে পারছি না।’হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ত্রান দিয়ে সাহায্য করবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct