সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টে নাগাদ মুর্শিদাবাদের সাগরদিঘী থানার মোড়গ্রাম ৩৪নং জাতীয় সড়কের উপর। সূত্রের খবর, মারুতি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা সাগরদিঘী থানায় খবর দিলে সাগরদিঘী থানার পুলিশ মারুতির ড্রাইভার এবং খালাসিকে উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক গাড়ির খালাসিকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয় , তবে লরির সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষ বলে অনুমান করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম অনাথ প্রামানিক(৩৫)। আহত চালকের নাম সুজয় প্রামানিক(৪০)। তাদের দুজনের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct