আপনজন ডেস্ক: ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে চোট বেশ ভালোই ভোগাচ্ছে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির প্রাক্-মৌসুম প্রস্তুতির সব ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের দুটি ম্যাচে খেলতে পারেননি। অনেকেই এই চোট দিয়েই মেসির ক্যারিয়ারের শেষের শুরু দেখতে পাচ্ছেন! মেসির চোটের প্রভাব এবার পড়েছে আর্জেন্টিনা দলেও। এ মাসের ২২ ও ২৬ তারিখে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এল সালভাদর ও কোস্টারিকার সঙ্গে সেই দুই প্রীতি ম্যাচে মেসি খেলতে পারবেন না বলে খবর ছেপেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত। প্রীতি ম্যাচ দুটির জন্য মেসিকে অধিনায়ক করে এ মাসের শুরুর দিকেই দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই দলে থাকা আরেকজন, পাওলো দিবালা দুদিন আগে চোটের কারণে ছিটকে পড়েছেন। এবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানাল মেসিও খেলতে পারবেন না। স্কালোনি অবশ্য এখনো মেসি বা দিবালার বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেননি। ম্যাচ দুটি যেহেতু যুক্তরাষ্ট্রে হচ্ছে আর মেসি সেখানেই আছেন, মাঠে না নামলেও আর্জেন্টিনার অধিনায়ক দলের সঙ্গে ফিলাডেলফিয়া ও লস অ্যাঞ্জেলেস থাকবেন কি না, সেটাও একটি প্রশ্ন। ইন্টার মায়ামি থেকে পাওয়া সংক্ষিপ্ত মেডিক্যাল রিপোর্টে মেসির চোট নিয়ে যেটুকু জানা গেছে, তা এ রকম—ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছোট চোট আছে। আজ ডিসি ইউনাইটেডের বিপক্ষেও খেলতে পারেননি মেসি। লুইস সুয়ারেজের জোড়া গোলে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মায়ামি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct