আপনজন ডেস্ক: আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। এর তিন মাস আগে থেকেই দল নিয়ে পরিকল্পনায় নেমেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আসরকে ঘিরে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছিল দেশটির ক্রিকেট বোর্ড। খবর দ্য টেলিগ্রাফের।সামাজিক মাধ্যমে এমন দাবি করেছেন বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার কীর্তি আজাদ। তার কথায়, বিরাট কোহলিকে টি-২০ বিশ্বকাপের দলে রাখা এবং না রাখা নিয়ে যখন দ্বিধাবিভক্ত নির্বাচকদের একাংশ, তখন হুঁশিয়ারি দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। যেকোনো মূল্যে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ স্কোয়াডে কোহলিকে চান বলে জানিয়ে দিয়েছেন বোর্ডকে।দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছিল, এই মুহূর্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে কোহলি জাতীয় দলের চাহিদা অনুযায়ী মানানসই নন বলে মনে করছেন নির্বাচকদের একাংশ। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলার ধরন বদলাতে বলার থেকে আগ্রাসী স্বভাবের নতুন প্রজন্মের উপরে আস্থা রাখা শ্রেয় বলে মনে হচ্ছে আগারকারদের। নির্বাচক প্রধান অজিত আগারকার ও বোর্ডের শীর্ষ কর্তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কোহলির বিরুদ্ধে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আইপিএলে তার পারফরম্যান্স পরখ করে দেখতে চান নির্বাচকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct