আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: গ্রামের একমাত্র হিন্দু প্রতিবেশীর মৃত্যুতে এগিয়ে এলেন মুসলিমরা, সম্প্রীতির অনন্য নজির শুভরাজপুরে নদীয়া: দেশব্যাপী যখন হিন্দু-মুসলিমে বিভাজনের রাজনীতিতে ব্যস্ত একদল উগ্র সাম্প্রদায়িক শ্রেণী ঠিক তখনই সম্প্রীতির অনন্য নজির গড়ল নদীয়া জেলার থানারপাড়ার শুভরাজপুর গ্রামবাসী।গ্রামের একমাত্র হিন্দু প্রতিবেশীর মৃত্যুতে এগিয়ে এলেন মুসলিমরা। ধর্মপ্রাণ তাঁরা। তাই ভুলে যাননি মানবতা। তাই ভোররাতে প্রতিবেশী হিন্দু পরিবারে মৃত্যুর খবর পেয়েই সেহেরি শেষে ছুটে গেলেন বাড়িতে।জানা গেছে,এই গ্রামে মুসলিমদের সঙ্গেই দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন একমাত্র হিন্দু দম্পতি সনৎ বিশ্বাস ও মঞ্জুশ্রী বিশ্বাসের পরিবার।মঞ্জুশ্রী বিশ্বাস শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন। ফোন পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা।তাকে বাড়ি হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যান তারা। শনিবার সকালে মৃত্যু হয় মঞ্জুশ্রী। গ্রামের মসজিদে সেহেরির সময় মাইকে প্রতিবেশী হিন্দুর মুত্যুর খবর ঘোষণা করা হয়। সেহরি খাওয়ার পরে বিমর্ষ সনৎ বিশ্বাসের বাড়িতে ছুটে আসেন প্রতিবেশী হাজী আব্দুর রশিদ মল্লিক, আবুতাহের শেখ, নুরুল ইসলাম, মজিবর মন্ডল, হুজির শেখ,ওসমান গণি, আজিজুর রহমানরা। সমবেদনা জানিয়ে এলাকার বিভিন্নজনকে খবর দেওয়া থেকে শুরু করে মৃতের সৎ কাজের প্রাথমিক যাবতীয় কাজের আয়োজন করেন প্রতিবেশীরা। ঘরে বসে থাকতে পারেনি গ্রামের মা-বোনেরাও। তারাও ছুটে এসে প্রিয় দিদিকে চোখের জলে অন্তিম বিদায় জানায়। মৃতের স্বামী ও কন্যাদের পাশে দাঁড়ালেন। বিভিন্ন এলাকা থেকে আসা অতিথিদের খাবার পরিবেশন সহ সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলেন। সনৎ বিশ্বাস বলেন, দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে আপন ভাইবোনের মত বসবাস করছেন শতভাগ মুসলিম অধ্যুষিত এই গ্রামে।আজ স্ত্রীর বিয়োগে গোটা গ্রামবাসী আমার পাশে দাঁড়িয়েছে। আজকের দিনে বেদনার সাথে সাথে এটা গৌরবেরও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct