আপনজন ডেস্ক: ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) পর কেরালার কয়েকটি মুসলিম ধর্মীয় সংগঠনও শুক্রবার ভোট পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কেরালার ইসলামী বিদ্বানদের ফোরাম সামস্থ কেরালা জামিয়াতুল উলামা, অল ইন্ডিয়া সুন্নি জামিয়াতুল উলামার সাধারণ সম্পাদক কান্থপুরম এ পি আবুবকর মুসলিয়ার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শুক্রবারের ভোট ভোটারদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের পক্ষে অসুবিধাজনক হবে।শনিবার আইইউএমএলের কেরলের রাজ্য সাধারণ সম্পাদক পি এম এ সালাম সাংবাদিকদের বলেন, দলের উদ্বেগের বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তোলা হবে। আগামী ২৬ এপ্রিল কেরলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট ভোট গ্রহণ অন্যান্য রাজ্যে। এই দুই দিনের ভোট পড়েছে শুক্রবার। তাই এই দিন পরিবর্তন করার আর্জি জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তবে, কেরালা থেকে শুক্রবার ভোটের দিন পরিবর্তনের দাবি উঠলেও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের মুসলিম সংগঠনগুলিেএ ব্যাপারে এখন্র নীরব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct