সংগ্রামী আমি
ইত্তেফাকরুল ইসলাম
একদিন আমি করবো জয়,
পেছনে যে যা বলুক করবো না ভয়।
সব বাঁধা পেরিয়ে , করবো সংগ্রাম।
আমি করবো জয় , হবে একদিন সুনাম।
সংগ্রামে পড়বো আমি ঝাঁপিয়ে,
অগ্নি, তুফান হয়ে কাঁপিয়ে।
এ দেহে বল ,প্রান থাকবে যতক্ষন ।
আমার সংগ্রাম চলবে ততক্ষন ।
কাপুরুষের মতো থাকবো না চুপ করে,
যতদিন আছি বাঁচবো সংগ্রাম করে।
নিজের অধিকার ছিনিয়ে হবো সংগ্রামী,
আলোই আলো ভরিয়ে দেব পৃথিবী ।
হেরে যাব বলে করবো না ভয়,
আমি করবো জয় , নিশ্চয় ।
ঘুমিয়ে ঘুমিয়ে আর সময় করবো না নষ্ট।
ঘুমহীন রাত কাটাবো আমি, হবে হোক কষ্ট ।
আজ থেকেই আমার সংগ্রাম চলবে,
আমাকে দেখে অনেকের এবার জ্বলবে।
আমার সঙ্গে যারা করেছে ,এতদিন দূর্ব্যবহার,
আজকের পর তাঁরা কেউ পাবে না ছাড়।
নিজের স্বার্থে যারা করেছে আমাকে ব্যাবহার।
ঠিক সময়ে বুঝিয়ে দেব পালিয়ে পাবে না পার ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct