নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: তৃণমূল সংখালঘু সেলের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক বিভাগের পূর্ণ কমিটি সহ ব্লক সভাপতি গঠন হয়।রাজ্য সভাপতি মোসারফ হোসেনের অনুমোদিত ক্রমে তালিকা প্রকাশ করে তমলুক সাংগঠনিক বিভাগের জেলা সভাপতি সানাউল্লা খান,নতুন তালিকা প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেন সংখালঘু নেতৃত্ব গন বিভিন্ন ভাবে আকারে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে থাকে সোস্যাল মিডিয়াই রাগ আছড়ে পড়ে দলীয় নেতৃত্বের উপর।ফলে এলাকা জুড়ে চাপা গুঞ্জন ছড়াতে থাকে কর্মী সমর্থকদের মধে।নাম প্রকাশে অনিচ্ছুক সংখালঘু এক নেতৃত্ব বলেন জেলা সভাপতি আমাদের নিয়ে সম্ভাব্য সভাপতি ধরে জেলাপরিষদের অফিসে বৈঠক করেন সংগঠনের শ্রী বৃদ্ধি নিয়ে,এবং ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার নিমতৌড়ি স্মৃতিসৌধে জেলা কমিটির বর্ধিত সভা হয় রাজ্য সভাপতি মোসারফ হোসেনের উপস্থিতে,সেই সভায় লোক নিয়ে যাওয়ার জন্য আভ্যন্তরীণ নির্দেশ দেন,ও অর্থ সহযোগিতা চায়,এমন নেতৃত্বরা আশাবাদী ছিল তাদের নাম সভাপতি রূপে ঘোষিত হবে তারাও ব্রাত্য,সেক আরিফ ছিল হলদিয়া শহর সংখালঘু সেলের সভাপতি তার জায়গায় আনেন সেক সাইফুদ্দিন কে,আরিফ কে নিয়ে যাওয়া হয় জেলা জেনারেল সেক্রেটারি পদে ফলে হলদিয়ার সংখালঘু কর্মীরা মনক্ষুন্য, কারণ আরিফ হোসেন সংখালঘু সেলের ব্যানারে দলের শ্রী বৃদ্ধির জন্য জলছত্র থেকে ইফতার সামগ্রিক বিতরণ মিটিং-মিছিল একাধিক কর্ম সূচী নিয়ে ছিল ফলে সংখালঘু সেল সংগঠিত ছিল বলে মনে করে রাজনৈতিক নেতৃত্বরা। সেই জায়গায় এমন পরিবর্তন নির্বাচন প্রাক্কালে তা ভালো ভাবে নেয়নি মানুষ। এমন ঘন ঘন পরিবর্তন সুখকর নয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এক পদ এক ব্যক্তি এই নীতি ঘোষণা করা সত্বেও মানা হয়নি কমিটি গঠনের ক্ষেত্রেএই নীতি। কেউ জেলা পরিষদের সদস্য কেউ বা পঞ্চায়েতর প্রধান তারাও পদ পেয়েছে, এখানেই নেতৃত্বের উপর আঙুল তুলছে অপর নেতৃত্ব। তাই অভিযোগের তির উঠছে জেলা সভাপতির দিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct