আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুক্তারপুর গ্রামের এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। শুক্রবার রাতে থালারপাড়া থানার মুক্তারপুর গ্রামের।মৃত তৃণমূল কর্মীর নাম সাকিব মণ্ডল বয়স ৩৭। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নতিডাঙ্গা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানায়। দুষ্কৃতদের খোঁজে গোটা এলাকা জুড়ে থানারপাড়া থানার পুলিশের তল্লাশি।ঘটনার দায় অস্বীকার স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।মৃত সাকিব মণ্ডল বাবা সহিদুল মণ্ডল দাবি, রাত্রি আটটা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তিন দুষ্কৃতী বাড়ির থেকে কিছুটা দূরে খেয়া ঘাটের কাছে সাখিব শেখের রক্তাক্ত দেহ পড়ে থাকতে থাকে স্থানীয়রা।সাকিব শেখকে উদ্ধার করে নতিডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তৃণমূল কর্মীকে মৃত বলে জানায়।মৃত স্ত্রী দাবি,স্বামী ইফতার করার পরে দোকানে যাচ্ছিল সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করছে।ঘটনাস্থলে তৃণমূল নেতৃত্ব এসে পৌঁছায় তৃণমূল নেতৃত্ব দাবি লোকসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসে পরিবেশ তৈরি করতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সাকিব শেখ কে খুন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে থালারপাড়া থালার বিশাল পুলিশ বাহিনী। শহিদুল শেখ কংগ্রেস কর্মীদের সঙ্গে একটি গন্ডগোল জেরে ইতিমধ্যে থানায় অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতা জেরেই খুন হতে পারে তৃণমূল কর্মী।করিমপুর তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস দাবি,লোকসভা ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে সক্রিয় তৃণমূল কর্মীদের খুন করার পরিকল্পনা করছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।সেই পরিকল্পনার অংশ হিসেবে সাকিব কে খুন করা হয়েছে।অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।কংগ্রেস নেতা শান্তনু সিংহ রায় তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন,এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দু’টি দুষ্কৃতী দলের মধ্যে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে।তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান,ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।দুষ্কৃতীদের গ্রেফতার করতে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct