রমজানের মুনাজাত (কবিতা)
মুসাফির মল্লিক
এগারো মাসের পরে এল মাহে রমজান
যেন মুমিন হৃদয়ে জাগে আল্লাহর শান ।।
ভোরের সেহরী খেয়ে রোজার নিয়ত করে
সারা দিন ক্ষুদা থেকে সন্ধ্যায় ইফতার করে ।।
এযে মুমিনের এক অনেক বড়ো নিশান
রমজানের রোজা রাখো ভাই মুসলমান ।।
সদকা জাকাত ফিতরা দিয়ে নেকী কামাও
এতিম মিসকীনের প্রতি একটু সহায় হও ।।
পাবে এর প্রতিদান আখেরাতে জান্নাত
হবে আল্লাহ ও রসূলের সঙ্গে সাক্ষাৎ ।।
ওগো আল্লাহ তাআলা তুমি করিও রহম
রাখিব রমজানের রোজা আমি এই অধম ।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct