নক্ষত্রের আত্মগোপন
জসীম উদ্দীন মুহম্মদ
একটি নক্ষত্র কোথায় যেন আত্মগোপনে আছে
তবে কি ভালোবাসার নদীটা সেও ভুলে গেছে?
আমি পইপই করে খুঁজছি তারে যুগ থেকে যুগান্তর
আর সে কিনা লুকিয়ে আছে আমারই অন্তর...
তবে কি আমি চিনি না.. আমারই বাহির ভেতর
চারদিকে এতো যে সৌরভ কোথায় আমার আতর?
আমি কেবল সবখানে দেখছি রঙের আগুন
দেখছি সবার ঘরে এবং বাইরে তাজা ফাগুন
তবুও কিছুতেই যেন কমছে না গাঁয়ের জ্বর
তবে কি আমি... নিজেই এখন নিজের পর?
তবে যা কিছুই হোক কেন আমি থাকি আমার মতন
যে সিন্ধুকে ছাই রাখা যায়
সেই একই সিন্ধুকে কি রাখা যাবে না দুর্লভ রতন?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct