এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: বনগাঁকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালি করতে এবং বনগাঁবাসীর মধ্যে সামাজিক সম্পর্কে দৃঢ় করার লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করলো বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ ৷ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরবোর্ডের শপথ গ্রহণের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে শনিবার পৌরসভার উদ্যোগে বনগাঁ অগ্নিকন্যা পার্কে বনগাঁর ব্যবসায়ী সংগঠন ও বিশিষ্টজনদের নিয়ে মিলন উৎসবের আয়োজন করা হয় । এ দিন বনগাঁ পৌর এলাকার সমস্ত ব্যবসায়ী সংগঠন ও পৌর এলাকার বিশিষ্টজনদের নিয়ে একটি মিলন উৎসবের আয়োজন করা হয় । বনগাঁ পৌরসভার শপথ গ্রহণের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান বলে জানিয়েছেন পৌরপ্রধান গোপাল শেঠ ৷ পৌরসভার তরফে বনগাঁ পৌর এলাকার সমস্ত ব্যবসায়ী সংগঠনকে সংবর্ধনা জ্ঞাপন ও দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । গোপাল শেঠ বলেন, আজকের অনুষ্ঠান সার্থক হয়েছে, বনগাঁর দশ হাজার মানুষ অনুষ্ঠানের সামিল হয়েছেন ৷’ এ দিন বনগাঁ পৌরসভা এলাকার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন পৌর প্রধান গোপাল শেঠ ৷ পৌর এলাকার বাসিন্দাদের নিয়ে একসাথে চলার বার্তা দেন তিনি ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct