নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ গাইঘাটায় যশোর রোডের উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো মতুয়ারা ৷ সম্প্রতি দেশজুড়ে লাগু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) তারপর থেকেই উত্তর ২৪ পরগনা জেলার একাধিক এলাকায় নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সিএএ বিরোধী প্রতিবাদে সামিল হচ্ছেন বিভিন্ন সংগঠন, এবং মতুয়ারা ৷ শুক্রবার অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়াগড় গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে শুরু হয় সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ৷ ‘কোনমতেই কেন্দ্রীয় সরকারের লাগু করা সিএএ আমরা মানছি না মানবো না । আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই’ এই দাবি তুলে মতুয়াদের একাংশ শনিবার ফের বিকেল সাড়ে চারটে নাগাদ বনগাঁ ১ নং রেলগেট সংলগ্ন হরিচাঁদ ঠাকরের মূর্তির সামনে জড়ো হয় । এরপর ১ নম্বর রেলগেট লাগোয়া যশোর রোডে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা । তাদের একটাই দাবি নিঃশর্ত নাগরিকত্ব চাই । তাদের অভিযোগ বিজেপির নেতারা মুখে এক বলছে কাজে এক করছে । সিএএ নিয়ে দীর্ঘদিনের আন্দোলন আমাদের । অবশেষে কেন্দ্র সরকার সিএএ লাগু করেছে,তবে তা শর্তসাপেক্ষ । সিএএ আবেদন করতে কেন লাগবে কাগজপত্র? আমরা তো চেয়েছিলাম নিঃশর্ত নাগরিকত্ব । নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের আন্দোলন আমাদের । এমনি দাবি তুলে মতুয়া ভক্তরা প্রায় এক ঘন্টা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । একই ভাবে গাইঘাটা থানার সামনে শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে যশোর রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে, প্রায় আধা ঘন্টা ধরে চলে অবরোধ । এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে । পরে পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct