রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: কাশ্মীরে কর্মরত অবস্থায় মৃত মুর্শিদাবাদের সুতি বিধানসভার অন্তর্গত বহুতালী গ্রামের সেনা জওয়ান সাদ্দাম মল্লিকের দেহ ফিরিয়ে নিয়ে আসা হলো গ্রামের বাড়িতে। শুক্রবার রাতে শ্রীনগর থেকে কলকাতা বিমানবন্দরে তার মৃতদেহ নিয়ে আসা হলে শনিবার সকালে মৃতদেহ সুতির বহুতালী গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে জানা গেছে, সুতির বহুতালী হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেছিলেন সাদ্দাম। ২০২২ সালে বিএসএফে যোগ দেন তিনি। প্রথমে মণিপুরে তাঁর এক বছর প্রশিক্ষণ চলে। তারপর জম্মু–কাশ্মীরে ৪২৫ ব্যাটেলিয়নে সাদ্দামের স্থায়ী পোস্টিং হয়। সাদ্দামের বাবা আগেই মারা গেছেন। বাড়িতে আছে মা ও ছোট ভাই। দুই বোন বিবাহিত। পরিবারের হাল ধরতে বিএসএফে চাকরি নিয়েছিল সাদ্দাম। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিএসএফের তরফে জানানো হয় জম্মুর সোপিয়ান জেলায় একটি পোস্টে ডিউটি করার সময় সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরিবারের ধারণা পাক জঙ্গীদের গুলিতে শহিদ হয়েছে সাদ্দাম। এদিকে, সাদ্দামের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকে ভেঙে পড়ে গোটা পরিবার।শনিবার সুতির বহুতালী গ্রামের সেনা জওয়ান সাদ্দাম মল্লিকের দেহ নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।এদিকে সেনা জওয়ানের দেহ বাড়ি আসতেই তার বাড়ি যান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। মৃত জওয়ানের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct