সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজনগর ব্লকের রাজনগর পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শনিবার চারটি কমিউনিটি হলের শিলান্যাস করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সংখ্যালঘু দপ্তরের তরফে রাজনগরের ইমামবাড়া সংলগ্ন স্থান, ঈদগাছা, শীর্ষা ও কানমোড়া গ্রামে কমিউনিটি হল তৈরীর কাজের শুভসূচনা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সভা মঞ্চ থেকে গত ১২ ই মার্চ রাজ্যের অন্যান্য বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি রাজনগরের এই চারটি স্থানের কমিউনিটি হলেরও ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন। আজ এইসব কমিউনিটি হলগুলির শিল্যান্যাস করে কাজ শুরু করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী মহম্মদ শরীফ, শেখ নাজু, শেখ কাবুল, গাফফার খান, সুখেন গরাই, সেখ সেলিম, মাওলানা শামসুল হক, রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি আবুল ফজল খান, সভাপতি নাজমুল আলম, আদিত্য সাহা, হাজী রেজাক খান সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানান প্রতিটি কমিউনিটি হল তৈরির জন্য প্রায় ৮২ লক্ষ টাকা করে খরচ করা হবে।এগুলো সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি কমিউনিটি হলের মধ্যে করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct