সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গত ১৬ ই ফেব্রুয়ারি প্রয়াত হন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। শনিবার নির্বাচন কমিশন দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। পশ্চিমবঙ্গে ভগবানগোলা এবং বরানগর দুটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। গত ১৬ই ফেব্রুয়ারি প্রয়াত হন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। অন্যদিকে বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে। সেই দুটি আসনে সাধারণ লোকসভা নির্বাচনের সাথে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে।৭ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাধারণ নির্বাচনের পাশাপাশি ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। কিন্তু ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে কোন দলের প্রার্থী কে হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। ভগবানগোলা বিধানসভায় তৃণমূলের প্রার্থী দাবিদার অনেক হাওয়ায় বহিরাগত প্রার্থী হিসেবে ইদ্রিস আলীকে দাঁড় করিয়েছিল তৃণমূল। বিপুল ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ইদ্রিস আলী। যদিও বরাবর বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভগবানগোলা। ২০১১ সালে সোসালিস্ট পার্টির প্রার্থী চাঁদ মহাম্মদ জয়ী হন। বামফ্রন্ট প্রার্থী হিসেবে লড়ে পরবর্তীতে তৃণমূলে যোগ দেন তিনি। বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিচালক পদে রয়েছেন চাঁদ মহাম্মদ। ২০১৬ সালে তৃণমূল প্রার্থী চাঁদ মোহাম্মদকে হারিয়ে সেখানে জয়ী হয় কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) জোট প্রার্থী মহাসিন আলী। ২০২১ এ সিপিআই(এম) কংগ্রেসের সঙ্গে জোট করে প্রার্থী করেছিল কামাল হোসেনকে, তাকে পরাজিত করে জয়ী হন ইদ্রিস আলী। নির্বাচনে পরাজিত হলেও মাটি আঁকড়ে পড়ে রয়েছেন কামাল হোসেন। সেখানে তাকেই প্রার্থী করার কথা ভাবছে বামেরা। তবে ইদ্রিস আলী প্রয়াত হওয়ার পর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কে হবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। আজ বা কালের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করতে পারে তৃণমূল। প্রার্থী তালিকার দৌড়ে রয়েছেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহাম্মদ, অন্যদিকে লোক সংগীতশিল্পী নাজমুল হকের নাম উঠে এসেছে সেখানে। ইদানিং সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে নাজমুল হককে দেখা গিয়েছে। প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা মান্নান হোসেনের পুত্র রাজিব হোসেন। এর আগে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ থাকলেও বর্তমানে জেলা পরিষদ সদস্য হিসেবে রয়েছেন রাজিব হোসেন। তার নাম প্রার্থী তালিকায় থাকার সম্ভাবনা প্রবল। বর্তমানে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানগোলা এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রিয়াত হোসেন সরকারের নামও উঠে আসছে তৃণমূল শিবিরে। বাবার মৃত্যুর পর থেকে ভগবানগোলার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে ইদ্রিসপুত্র ইমরান আলীকে। প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তিনিও। তবে কে হবেন ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী, তা নিয়ে যথেষ্ট জল্পনা রাজনৈতিক মহলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct