সুব্রত রায়, কলকাতা, আপনজন: কেন্দ্রীয় বাহিনী আপাতত পশ্চিমবঙ্গের জন্য ৯২০ কোম্পানি। প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে। শনিবার দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণার পর পশ্চিমবঙ্গে এ রাজ্যের দায়িত্বে থাকা কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্যের নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলবে নির্বাচনী কার্যক্রম। প্রথম দফা: ১৯ এপ্রিল- ১০২ আসনে নির্বাচন, বাংলায় ৩ আসন। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি।
দ্বিতীয় দফা: ২৬ এপ্রিল-৮৯ আসনে নির্বাচন, বাংলায় ৩ আসন। দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট।
তৃতীয় দফা: ০৭ মে -৯৪ আসনে নির্বাচন। ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচন। বাংলায় ৪ আসন। মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ।
চতুর্থ দফা: ১৩ মে -৯৬ আসনে নির্বাচন, বাংলায় ৮ আসন। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট , পূর্ব বর্ধমান, দুর্গাপুর ,আসানসোল, বোলপুর ও বীরভূম।
পঞ্চম দফা: ২০ মে -৪৯ আসনে নির্বাচন। বাংলায় ৭ আসন। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া ,উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।
ষষ্ঠ দফা: ২৫ মে -৫৭ আসনে নির্বাচন, বাংলায় ৮ আসন। তমলুক, কাঁথি ,ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বিষ্ণুপুর।
সপ্তম দফা: ১ জুন -৫৭ আসনে নির্বাচন। বরানগর বিধানসভায় উপ নির্বাচন। বাংলায় ৯ আসন। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর ,কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।
ভোট গণনা: ৪ জুন।
টোটাল ইলেকট্রর সাত কোটি ৫৮ লক্ষ। নির্বাচনে পুরুষ ভোটার ৩ কোটি ৮৫ লক্ষ। মহিলা ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ। তৃতীয় লিঙ্গ ১৯৭২। পি ডব্লিউ ডিএস পাঁচ লক্ষ দু হাজার। আশি ঊর্ধ্ব ভোটার ১২ লক্ষ বাইশ হাজার। ১৮ থেকে ১৯ বছরের ভোটার সংখ্যা ১৫ লক্ষ ২৯ হাজার। ২০ থেকে ২৯ বছরের ভোটার সংখ্যা ১ কোটি ৬৫ লক্ষ।কেন্দ্রীয় বাহিনী ৯২০ কোম্পানি। প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে। বুথ সংখ্যা ৮০ হাজার ৫৩০। এছাড়াও অক্সেলারি সাতাত্তর। হাজারের বেশি ভোটার থাকলেই অক্সিলারি বুথের ব্যবস্থা করা হবে। মহিলা দ্বারা পরিচালিত বুথের সংখ্যা ৫৯৪২টি। ৪২ হাজার প্লাস পোলিং স্টেশন।ভগবানগোলা বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ২৭৭৪৬৭, টোটাল পুলিং স্টেশন ২৮১।বরনগর বিধানসভা কেন্দ্র টোটাল ভোটার ২ লক্ষ ১৮ হাজার ৪১৫। মোট বুথের সংখ্যা ২৫২ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct