নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: গরম পড়ার সঙ্গে সঙ্গে অসুখের প্রাদুর্ভাবও বাড়ছে। বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীরা ভিড় জমাচ্ছেন স্থানীয় হাসপাতালগুলিতে। বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলির আউটডোরে লম্বা লম্বা লাইন প্রমাণ দিচ্ছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালগুলিতে হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। আউটডোরে রোগীদের লম্বা লাইন। ভাইরাল ফিভার, সর্দি, কাশি, পক্সের উপসর্গ নিয়ে আউটডোরে ভিড় জমাচ্ছেন রোগীরা। যথেষ্টি চাপ বাড়ছে গ্রামীণ হাসপাতালগুলিতে। এরকমই এক হাসাপাতাল কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। আউটডোরে মূলত মহিলাদেরই ভিড় বেশি। বাড়ির পুরুষেরা ভিনরাজ্যে শ্রমিকের কাজে। সেই জায়গায় সংসারের হাল ধরতে হচ্ছে মহিলাদেরই। কালিয়াচকে বরাবরই রোগীদের চাপ বেশি। গরমের শুরুতেই এখন রোজ সিলামপুর গ্রামীণ হাসপাতালে হাজারের ওপর রোগী। সেই সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, রমজান মাস শুরু হয়েছে। এদিকে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়ছে। ফলে উপবাস থেকে বেশি পরিশ্রম করার ফলে শরীর থেকে লবন-জল বেরিয়ে যাচ্ছে। তার ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এই মহুর্তে রোজা করে কাজের চাপ বেশি নেওয়া যাবে না। ঠান্ডা জায়গায় থাকতে হবে। শুক্রবার সকালে আউটোডোরে চিকিৎসা করাতে আসা দীপক সরকার, আজিজুর শেখ, রহিমা খাতুনরা জানান, ‘আমরা জ্বর ও শরীর ব্যথা নিয়ে আউটডোরে চিকিৎসা করাতে এসেছি। গরম পড়তেই বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। ঘরে ঘরে জ্বর ও সর্দি। তাই চিকিৎসার জন্য আউটডোরে লাইনে দাঁড়িয়েছি। চিকিৎসদের পরামর্শ মতো ওষুধ চালিয়ে যেতে চাই।’ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, ‘এই সময় আবহাওয়া পাল্টাচ্ছে। তাপমাত্রা বাড়ছে। এই সময় বিভিন্ন রকম ভাইরাল ফিভার, পক্স, ইনফ্লুয়েঞ্জা এবং জ্বরের নানা উপসর্গ অসুখ বিসুখ হতে পারে। স্বভাবতই আবহাওয়া পরিবর্তন হচ্ছে বিভিন্ন রোগীরা ভিড় জমাচ্ছেন আউটডোরে। চিকিৎসকরা রোগী দেখছেন এবং প্রয়োজনে সুস্বাস্থ্য নিয়ে টিপস ও দেন । বিভিন্ন হাসপাতালে আউটডোরে আমাদের চিকিৎসকরাও প্রস্তুত ও রোগী দেখছেন।’ সাধারণ মানুষ কে সচেতন থাকতে বলব। পরিষ্কার-পরিচ্ছন্ন এবং যে সুস্বাস্থ্য বিধি একটু মেনে চললে অনেক অসুখ-বিসুখ এড়ানো সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct