আপনজন ডেস্ক: ফিলিস্তিনি সহকর্মীর চাকরি যাওয়ায় ইউরি পাইনস হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন ইসরাইলি অধ্যাপক ইউরি পাইনস। গত মঙ্গলবার (১২ মার্চ) তিনি সেখান থেকে পদত্যাগ করেন। পাইনস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখেন। সেখানে তিনি বলেছেন, তিনি ফিলিস্তিনি অধ্যাপক নাদরা শালহাউব-কেভরকিয়ানকে বরখাস্ত করার পরে এমন সিদ্ধান্ত নিয়েছেন। অধ্যাপক নাদরা ইহুদিবাদের অবসানের আহ্বান জানিয়েছিলেন। পাইনস বলেছিলেন, তিনি ইহুদিবাদের আদর্শিক প্রতিশ্রুতির কারণে বিশ্ববিদ্যালয়ের জন্য আর কাজ করতে অস্বীকার করবেন।তিনি আরো বলেন, ‘নাদেরা শালহাউব-কেভরকিয়ানকে বরখাস্ত করে চিঠিতে যা জানানো হয়েছে, সেটি আমাকে অবাক করেছে। আমি কখনো ভাবিনি যে হিব্রু বিশ্ববিদ্যালয়টি একটি জায়নবাদী প্রতিষ্ঠান। আমি এটিকে একটি একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছি। এখানে জায়নবাদী এবং অ-জায়নবাদীদের পাশাপাশি আমার মতো জায়নবাদবিরোধীরাও কাজ করতে পারে বলে জ্ঞান করে এসেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct