মোহাম্মাদ সানাউল্লা, নলহাটি, আপনজন: প্রার্থীর নাম ঘোষণার আগেই টোটো গাড়িতে ফেস্টুন লাগিয়ে প্রার্থীর সমর্থনে প্রচার। যা দেখে ইতি মধ্যেই টোটো গাড়িতে লাগানো ফেস্টুনে হইচই পড়ে যায় এলাকা জুড়ে। কারণ এলাকায় সুপরিচিত মুখ ডাক্তার আব্দুল করিম। কিন্তু কোন দলের হয়ে বা কোন দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কিন্তু পোস্টারে স্পষ্ট নয়। শুক্রবার নলহাটি দু’নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় টোটো গাড়িতে নিজের ছবি লাগিয়ে প্রচার শুরু করে দিলেন এলাকার চিকিৎসক আব্দুল করিম। তার ছবি দেওয়া ব্যানারে লেখেন আসন্ন লোক সভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে সার্বিক উন্নয়নের স্বার্থে চিকিৎসক আব্দুল করিম সাহেবকে অনুপ্রাণিত করুন। তাকে ভোট দেওয়ার দাবি জানালেন। নলহাটির কয়থা গ্রামের তরুন চিকিৎসক আব্দুল করিম। এলাকায় গত তিন বছর ধরে তিনি বিনামূল্যে চিকিৎসা শিবির করছেন। ইতি মধ্যে দু’শোর অধিক স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে গ্রিনিশ বুকে নিজের স্থান করে নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রী দ্বারা পুরস্কৃতও হয়েছেন।একই সঙ্গে তিনি বস্ত্র বিতরণ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। ডাক্তার বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বামেদের প্রতীকে লোক সভা নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বামফ্রন্টের সঙ্গে যোগাযোগ চলছে। ইতি মধ্যে বৃহস্পতিবার ১৬ জনের নামও প্রকাশ করেছে বামফ্রন্ট। দেখা যাক কি হয়। উল্লেখ্য এখনো বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। জোট হলে বীরভূম কেন্দ্রে সিপিএম চাইবে বলে আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করা এই চিকিৎসক কলেজ জীবনে বামেদের ছাত্র সংগঠন করেছেন। তবে তিনি সরাসরি কোন রাজনীতির সঙ্গে যুক্তও নন। তবে এখন দেখার অপেক্ষা বীরভূম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ হবেন নাকি চিকিৎসক আব্দুল করিম হবেন। সেটিই এখন দেখার জন্য অধীর আগ্রহে বীরভূম লোক সভা কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct