চন্দনা বন্দ্যোপাধ্যায়, বহড়ু, আপনজন: বাল্য বিবাহ,নারী পাচার, শিশু পাচার ক্রমশ বেড়ে চলেছে। আর সরকারি ও বেসরকারি উদ্যোগে এগুলো বন্ধ করার জন্য একাধিক সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হচ্ছে।মূলত সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মেয়েদের কাজের লোভ দেখিয়ে গ্রাম থেকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাদেরকে দিয়ে যৌন ব্যবসায় নামানো হচ্ছে। যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আর এই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সুন্দরবনের কুলতলির একটি বেসরকারি সংস্থার সহায়তায় জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত অফিসে এই বিষয়ের উপর একটি সচেতনতা মূলক আলোচনা সভা হয়ে গেল। যাতে উপস্থিত ছিলেন বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর, উপপ্রধান সংগীতা মন্ডল সহ একাধিক সরকারি আধিকারিক সহ বেসরকারি সংস্থার আধিকারিকরা। এদিনের এই আলোচনায় বহড়ু এলাকার আশা কর্মী, আই সি ডি এস কর্মীরা অংশ নেন। মূলত সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিটা পঞ্চায়েত এলাকায় এই সংক্রান্ত সচেতনতা মূলক কর্মসূচি গ্রহন করা হচছে। যার মধ্যে দিয়ে সাধারন মানুষকে সচেতন করা হচছে।যাতে তাঁরা এই জাতীয় অপরাধের সঙ্গী না হয়। এই জাতীয় কোনো ঘটনা ঘটলে স্থানীয় পঞ্চায়েত বা থানায় যোগাযোগ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct