নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: এ বছর পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আয়োজিত ২৫ তম সেট পরীক্ষার ফলাফলে বিশেষ স্থান অর্জন করেছেন তিকুরআনে হাফিজ ও ইংরেজিতে পিএইচডি ড. মশিহুর রহমান। তিনি বর্তমানে সন্দেশখালি থানার জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার আশা এবার তিনি অধ্যাপক হিসেবে যোগ দেবেন কোনও কলেজে। মশিহুর রহমান শুধু সেট পরীক্ষা নয়, ২০১৯ সালের জুন সেশনে ইজিসির নেট পরীক্ষায় ৯৮.৩ পারসেন্টাইল নাম্বার নিয়ে ১২০তম স্থান পেযেছেন। ২০২০ সালে তিনি পিএইচডিও কমপ্লিট করেছেন। ইতিপূর্বে তিনি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ১৩ তম স্থান করে জেলিয়াখালি বিবেকানন্দ বিদ্যাপীঠে চাকরিতে যোগ দেন। প্রথমবার এসএসসি পরীক্ষা দিয়ে তিনি কোয়ালিফাই করেন। চাকরিতে জয়েন করার পরেই ইউপিএসসি পরীক্ষার কোচিং নেয়া শুরু করেন। এক বছরের প্রস্তুতিতে ইউপিএসসি প্রিলি পাস করেছিলেন। কিন্তু মেইনে উত্তীর্ণ হতে পারেননি। তাই তিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছেন।
শৈশব থেকেই মেধাবী মশিহুর প্রথমে ইসলামি পাঠ নেন। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত অবস্থায় আড়াই বছর সময়ের মধ্যে তিনি হাফেজি কমপ্লিট করেন। ভাঙড় ব্লকের শ্যামনগর হাফিজি মাদ্রাসা থেকে হাফিজি শেষ করেন এবং রাজারহাট থানার মাটিয়া গাছা মাদ্রাসা থেকে হাফিজ জামাল উদ্দিনের কাছ থেকেই তিনি হাফিজি শেষ করেন। এক বৈঠকে নির্ভুল ৩০ পারা কোরআন শুনিয়ে তিনি সার্টিফিকেট গ্রহণ করেন। বারুইপুরের আল আমীন মাইনোরিটি কলেজ থেকে আরবিতে ডিপ্লোমা অর্জন করছেন। একানেই থেমে থাকতে চানান মশিহুর। কল্যাণী বিশ্ববিদ্যালয় তিনি বাংলায় এম এ তে ভর্তি হয়েছেন। এরপর আরবি ভাষাতেও তিনি মাস্টার ডিগ্রী করতে চান। তিনটি ভাষায় এমএ করা তার আগামী দিনের টার্গেট। ছাত্র হিসেবে ডঃ রহমান বরাবরই মেধাবী। তবে, তরুণ সমাজকে শিক্ষায় এগিযে নিযে যেতে তিনি নিবেদিত প্রাণ। তাই করোনা কালে তিনি প্রচুর ছাত্র ছাত্রীকে ফ্রিতে কোচিং দিয়েছেন। আশেপাশে তিন-চারটে গ্রামের অনেক ছাত্র-ছাত্রীকেই এখন গাইডেন্স দিয়ে থাকেন। ড. রহমান অধ্যাপক হওয়ার প্রবেশিকা পরীক্ষা নেট-এর কোচিংও দিয়ে থাকেন। তিনি এমফিল বা পিএইচডির ছাত্র-ছাত্রীদেরকে টপিক সিলেকশনে সহযোগিতা করেন। সামনে গভমেন্ট কলেজের অধ্যাপক নিয়োগে ইন্টারভিউ। তাই তিনি আছে সকলের কাছে তিনি দোয়া প্রার্থী যাতে তিনি তাতে সফল হয়ে ওঠেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct