সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায়। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ আগুনে ভস্মীভূত হয় একটি বাড়ি, মৃত্যু হয় সাত বছরের এক শিশু কন্যার। অন্যদিকে শুক্রবার দুপুর নাগাদ অগ্নিকাণ্ডে পরপর ন’টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়। বৃহস্পতিবার রাতে সদ্য ঘুমিয়েছে এলাকার মানুষজন। তখন হঠাৎ কোনো কারণবশত আগুন লেগে যায় একটি বাড়িতে। বাড়ি থেকে অন্যান্য সদস্যরা বাইরে আসলেও ঘরের মধ্যেই থেকে যায় সাত বছরের শিশু কন্যা তামান্না খাতুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার। পুড়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে খাদ্যশস্য সবকিছু। উল্লেখ্য, রানিতলা থানার আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চর কৃষ্ণপুর গ্রাম ভৌগোলিক দিক থেকে অন্যান্য চর এলাকার মত একটি বিচ্ছিন্ন জনপদ। ভারত-বাংলাদেশ সীমান্তের চর কৃষ্ণপুর জনবহুল আখরীগঞ্জ থেকে প্রথমে পদ্মার শাখা নদী পেরিয়ে প্রায় চার কিলোমিটার পথ হেটে পৌঁছানো যায় সেখানে। ওই এলাকাতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র বা যোগাযোগের স্থায়ী ব্যবস্থা। মাঝেমধ্যেই বন্যা আর পদ্মার ভাঙ্গনে উদ্বাস্তু হয়েছে সেখানকার পরিবারগুলি। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে আব্দুর রউফ নামের এক ব্যক্তির বাড়িতে। বাড়ির খাদ্যশস্য থেকে আসবাবপত্র এবং গৃহপালিত পশু আগুনে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার সাত বছরের নাতনি তামান্না খাতুনের। আগুন দেখে পার্শ্ববর্তী টিকলিচর, ঘোষপাড়া, মনসুরপাড়া সহ তৎসংলগ্ন এলাকার মানুষজন ছুটে আসেন এবং সেচের পাম্প চালিয়ে ও বালতিতে করে জল ঢেলে দু’ঘন্টার বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।শুক্রবার দুপুর নাগাদ রানিতলা থানার একই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনীপুরে পরপর ন’টি বাড়িতে আগুন লাগে। আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত হয় নিম্নবিত্ত ন’টি পরিবার। দুটি ক্ষেত্রেই দমকলের গাড়ি সঠিক সময় পৌঁছাতে পারেনি বা যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা নেই।ভগবানগোলা দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য দাবি তোলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct