আপনজন ডেস্ক: রিয়াল মাদ্রিদ বনাম ভিনিসিয়ুস জুনিয়র!হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এ রকমই। সাম্প্রতিক এক ঘটনায় নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই ‘অবস্থান’ নিয়েছিলেন ভিনিসিয়ুস। লা লিগায় ২ মার্চ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২–২ গোলে ড্র করে রিয়াল। যে ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। সেদিন ভ্যালেন্সিয়া ম্যাচের আগে মাঠের বাইরে আরেকটি ‘ম্যাচ’ও খেলতে হয়েছে রিয়াল ও ভিনিসিয়ুসকে। সেটা নিজেদের মধ্যেই। শেষ পর্যন্ত রিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজের হস্তক্ষেপে শেষ হয় উত্তপ্ত হয়ে যাওয়া ম্যাচটি।ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ালের একটি পোস্টকে ঘিরে। ভ্যালেন্সিয়া ম্যাচের আগে ভিনিসিয়ুসের একটি ছবি পোস্ট করা হয় রিয়ালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ছবিতে দেখা যায়, মাদ্রিদের ব্যাজে চুমু খাচ্ছেন ভিনিসিয়ুস।কিন্তু ছবিটির নিচের অংশেই ইসরাইলি ডিজে জুটি ‘ভিনি ভিসি’–এর একটি স্টিকার জুড়ে দেওয়া হয়। আর এই স্টিকার নিয়েই বেঁধেছে বিপত্তি। স্টিকারটিতে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষের বিবর্তন। আর সেটি বানর থেকে মানুষ হয়ে ডিজেতে রূপান্তরিত হয়েছে—‘ভিনি ভিসি’–এর স্টিকারে গ্রাফিকসের মাধ্যমে ফুটে উঠেছে এটাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct